বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখতে গঠিত সংগঠন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ-এর নীলফামারী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে অ্যাড. এ.টি.এম ফেরদৌস আলমকে সভাপতি ও মো. রমিজ রাজাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বুধবার (৮ অক্টোবর) আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে অ্যাড. নুর আসাদুজ্জামান মিশন, মো. বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. সোহেল ভূঁইয়া, মনিরুজ্জামান লেলিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিপন, সহ সাংগঠনিক সম্পাদক মো. সজিব, কোষাধ্যক্ষ মো. রবিউল, প্রচার সম্পাদক মশিউর রহমান সহ আরও অনেকে রয়েছে।





















