এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ আগামী ২৬শে জুন হতে ১০ই আগস্ট ২০২৫ খ্রি.সকাল ১০.০০ টায় রংপুর সদর উপজেলার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আসন্ন এই পরীক্ষা উপলক্ষ্যে ১৪৪ ধারা জারি করেছে রংপুর সদর উপজেলা প্রশাসন।
কেন্দ্র তিনটি হলো—শ্যামপুর কলেজ, শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের ২০০ (দুইশত) গজ ব্যাসার্ধের অভ্যন্তরে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোনোরূপ অস্ত্র যেমন: দা, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি, আগ্নেয়াস্ত্র ইত্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়।
উল্লেখ্য, রংপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা জারি করা হয়েছে।