নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মসূচি করা হয়। সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের আয়োজনে গত রোববার ওই বৃক্ষরোপন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা মো. মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু।
এতে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য ও খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. আলফ্রেড টিটো চৌধুরী ও সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনারুল, সৈয়দপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মো. তৌহিদুর রহমান তৌহিদ, সৈয়দপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মো.গোলাম রাব্বানী, এক নম্বর কামারপুকুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আকরাজুল হক, সিনিয়র সহ সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. সাবলু উদ্দিনচার নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. সুজনসহ বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই দিন উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ, মজিদপাড়া বায়তুন নূর নতুন জামে মসজিদ, মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং, কারিমীয়া দারুল উলুম মাদ্রাসা লিল্লাহ্ বোডিং ও এতিমখানা, বক্শিপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির আম, কাঁঠাল, সুপারি, নিম ও মেহগনি গাছের শতাধিক চারা রোপনের করা হয়েছে।