নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়ায় (জোদ্দারপাড়া) আগুনে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী আঁখিজা আক্তার আঁখির পরিবারকে সহযোগিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ৩ টায় প্রয়োজনীয় তৈজসপত্র নিয়ে পোড়াবাড়িতে উপস্থিত হয়ে পরিবারটির তুলে দেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
আরও উপস্থিত ছিলেন বাঙালীপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল লতিফ, মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ কেফায়েতুলাহসহ ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ছাত্রী আঁখিজা আক্তার আঁখি, তার বাবা আব্দুল আজিজ সাংবাদিক মোঃ জাকির হোসেন, প্রমুখ।
উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, প্রদানকারী যেমন মহান নয়, তেমনি গ্রহণকারীরা অসহায় নন। এই দেয়া-নেয়ার সক্ষমতা আলাহর দান। মানবিক কারণে মানুষ হিসেবে পাশে দাঁড়ানো। সমাজকে শান্তিপূর্ণ করতে পারস্পরিক সহমর্মিতা প্রয়োজন। আলাহর উপর ভরসা করে ধৈয্যের সাথে সমস্যা মোকাবেলা করতে হবে।
এসময় পরিবারটি জানায়, পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে আবদ্ধ ঘরে পুড়িয়ে মারার অপচেষ্টার ঘটনায় মামলা করায় প্রতিপক্ষরা এখনও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ফলে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে বাঁচলেও প্রতিমুহূর্ত জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা সুবিচারের দাবিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
উলেখ্য, গত রোববার দিবাগত রাত পৌনে ১ টার দিকে ওই বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই শিক্ষার্থীর বইপত্র ও শিক্ষা উপকরণসহ দুইটি পরিবারের ৫ টি ঘরের সব পুড়ে ছাই হয়েছে। ফলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা এমন নৃশংস কাজ করেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির।