নীলফামারীর সৈয়দপুরে দেশের অন্যতম প্রধান জাতীয় পত্রিকা দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় সৈয়দপুর প্রেসক্লাবের হলরুমে ২১ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে ও আলোচনার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, নীলফামারী জেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম, সময় টিভির নীলফামারী জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল ও সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, জাকের পার্টির নীলফামারী জেলা-২ এর সভাপতি ও সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানছু হাসান চৌধুরী।
জামায়াতের সৈয়দপুর উপজেলা আমীর ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম। সঞ্চালনা করেন, অনুষ্ঠানের আয়োজক ও দৈনিক নয়া দিগন্তের সৈয়দপুর প্রতিনিধি মো. জাকির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান।
সৈয়দপুরের বিশিষ্ট্য ব্যাবসায়িক গ্রুপ শেখ সাদ কমপ্লেক্স এর সৌজন্যে আয়োজিত আনুষ্টানে উপস্থিত ছিলেন, সৈয়দপুর শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান আলী মনন ও গোপাল চন্দ্র রায়, সাংবাদিক সাংবাদিক কাজী জাহিদ, শাহিদুল সরকার দুলালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রতিনিধি, সূধীজন, পত্রিকার পাঠক, এজেন্ট ও হকারবৃন্দ। শেষে অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।


























