নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা খাতামধুপুর ইউনিয়নে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুরের বাস্তবায়নে কিউর ব্রাইটনেস প্রজেক্ট এর আর্থিক সহযোগিতায় সেতুবন্ধন পাঠাগারের সহযোগিতায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র দেয়া ছাড়াও চোখে ছানি পড়া ৫১ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল ও ৬৫ জন রোগীকে বিনামূল্যে নিকট দৃষ্টি চশমা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন খালিশ বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম,সেতুবন্ধন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলমগীর হোসেন, মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মোঃ লিমন সরকার, অর্গানাইজার হুমায়ুন রশিদ চৌধুরী প্রমুখ।


























