নীলফামারীর সৈয়দপুরে বানিয়াপাড়া আজিজিয়া সপ্রাবিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ ও মৈৗসুমী ফল উৎসবের আয়োজন করা হয়। শনিবান (২৮জুন) সকালে স্কুল কক্ষ্যে এপেক্স ক্লাব অব সৈয়দপুর এ আয়োজন করেন।
এ অনুষ্ঠানে মোঃ শামসুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব সৈয়দপুর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, হাকিমপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাফিজুর রহমান খান, প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব সৈয়দপুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জি এম কামরুল হাসান শামীম, পিপি ও ন্যাশনাল অফিসিয়াল, এপেক্স ক্লাব অব সৈয়দপুর এবং জোনাল ম্যানেজার, যমুনা ব্যাংক লিমিটেড,ঢাকা, আকমল সরকার রাজু, আই পি পি এন্ড এক্সপেনশন ডিরেক্টর, এপেক্স ক্লাব অব সৈয়দপুর, মোঃ ইলিয়াস, প্রধান শিক্ষক বানিয়াপাড়া আজিজিয়া সপ্রাবি ও সাংবাদিক এম ওমর ফারুক প্রমুখ, সভাপতি, শিক্ষক অভিভাবক কল্যাণ সমিতি, অত্র বিদ্যালয়।
অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও এপেক্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০জন মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান করা হয় এবং তাদের বিভিন্ন প্রকারের মৌসুমী ফল খাওয়ানো হয়।