০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নীলফামারীতে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলপ্রার্থীদের জন্য একটি ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সংগঠনের জেলা সভাপতি তাজমুল হাসান সাগরের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা। এছাড়াও মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ইসলামী বিশ্বের চাহিদার আলোকে নিজের ক্যারিয়ার গড়তে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সেই লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করতে হবে।” তিনি আরও বলেন, “মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ায় বিধর্মীরা যুলুম-নির্যাতন করছে। তাই ঐক্যবদ্ধ হয়ে নিজের আগ্রহ ও পরিবারের চাহিদার সাথে ইসলামের চাওয়াকে সমন্বয় করে ক্যারিয়ার গঠন করতে হবে।”

প্রধান আলোচক নুরুল হুদা শিক্ষা ব্যবস্থায় মুসলিমদের গৌরবোজ্জ্বল অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে আলোচকবৃন্দ শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নীলফামারীতে মিষ্টি বিতরণ

নীলফামারীতে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন

প্রকাশিত ১১:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলপ্রার্থীদের জন্য একটি ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সংগঠনের জেলা সভাপতি তাজমুল হাসান সাগরের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা। এছাড়াও মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ইসলামী বিশ্বের চাহিদার আলোকে নিজের ক্যারিয়ার গড়তে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সেই লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করতে হবে।” তিনি আরও বলেন, “মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ায় বিধর্মীরা যুলুম-নির্যাতন করছে। তাই ঐক্যবদ্ধ হয়ে নিজের আগ্রহ ও পরিবারের চাহিদার সাথে ইসলামের চাওয়াকে সমন্বয় করে ক্যারিয়ার গঠন করতে হবে।”

প্রধান আলোচক নুরুল হুদা শিক্ষা ব্যবস্থায় মুসলিমদের গৌরবোজ্জ্বল অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে আলোচকবৃন্দ শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।