পবিত্র ঈদুল আযহার দিন সকাল ৮টায় নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সদরের মোড়লের ডাঙ্গাস্থ নীলফামারী জেলা ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ সংলগ্ন ঈদগা মাঠে ৮টা ৪৫ মিনিটে ও সদর উপজেলার কুন্দপুকুর মাজার সড়কস্থ উপজেলা মডেল মসজিদে ৮টা ১৫ মিনিটে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত জেলা কেন্দ্রীয় বড় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
এর আগে সকাল ৭টা ১৫ মিনিটে নীলফামারী জেলার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে মুন্সিপাড়া আহলে হাদিস ঈদগাহ মাঠে। এরপর নীলফামারী পুলিশ লাইন্স মাঠে ঈদের জামাত ৭টা ৪৫ মিনিটে। এছাড়া সকাল ৮টা ১৫ মিনিটে সার্কিট হাউজ-ডাক বাংলো ঈদগাহ মাঠ, বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগা মাঠ ও গাছবাড়ি পঞ্চপুকুরপাড়া ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অপরদিকে কলেজ স্টেশন ঈদগা মাঠ, কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগা মাঠ ও জোড় দরগাঁ ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি জেলাকারাগারে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮টায়।
সূত্র মতে, জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় মডেল মসজিদ ও প্রধান ঈদগাঁ মাঠে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে টায়।
নীলফামারী জেলা ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মো. মোছাদ্দিকুল আলম জানান, জেলার বর্তমান প্রতিকূল বা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এজন্য সংশ্লিষ্ট ঈদগাহ কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বৃষ্টির মধ্যে সঠিকভাবে মুসল্লিরা কোরবানির পশু কোরবানী করতে পারে এজন্য মসজিদে-মসজিদে মাইকিং এর মাধ্যমে নির্দেশনার জন্যও বলা হয়েছে।