জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের যৌথ উদ্যোগে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ।
আয়োজক দপ্তরের উপ-পরিচালক (কার্যক্রম) আতিয়া সুলতানা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.বি.এম. ফয়জুল ইসলাম, গ্লোবাল অ্যালায়ন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) পোর্টফোলিও লিড আশেক মাহফুজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান শেখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ বলেন, “শুধু আইন প্রয়োগ করে নয়, ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণে সবাইকে সচেতন হতে হবে। অপরিষ্কার ড্রামে কখনোই ভোজ্যতেল রাখা যাবে না।”
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামসুল আলম, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি আল-আমিন, নীলফামারী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ সহ বিভিন্ন ব্যবসায়ী।





















