১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

নীলফামারীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে আসাদুল ইসলাম (৪৫) নামের এক ট্রাক ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত আসাদুল বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতিয়ানা ইউনিয়নের বাঘবাড়ী গ্রামের মৃত্যু মোজাম্মেল হকের ছেলে।

সোমবার (১৯ মে) রাত সাড়ে তিনটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা এলাকা এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাক ড্রাইভার আসাদুল ইট ভর্তি ট্রাক নিয়ে নওগাঁ থেকে পঞ্চগড়ে যাচ্ছিল। এসময় ওই এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত আসাদুলের বড় আব্বা আব্দুর রহিম জানান, আমরা ভোর ৪টার দিকে খবর পাই, আমার ভাতিজা আসাদুল পঞ্চগড় যাওয়ার পথে নীলফামারী সদরের ফুলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বর্তমানে মরদেহ নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

নীলফামারী সদর থানার পিএসআই সজিব শাহ এ তথ্য নিশ্চিত করে জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় ভিজিএফ চাল জব্দে জড়িতদের চিহ্নিত করতে কমিটি

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

প্রকাশিত ০১:৫১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

নীলফামারীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে আসাদুল ইসলাম (৪৫) নামের এক ট্রাক ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত আসাদুল বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতিয়ানা ইউনিয়নের বাঘবাড়ী গ্রামের মৃত্যু মোজাম্মেল হকের ছেলে।

সোমবার (১৯ মে) রাত সাড়ে তিনটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা এলাকা এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাক ড্রাইভার আসাদুল ইট ভর্তি ট্রাক নিয়ে নওগাঁ থেকে পঞ্চগড়ে যাচ্ছিল। এসময় ওই এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত আসাদুলের বড় আব্বা আব্দুর রহিম জানান, আমরা ভোর ৪টার দিকে খবর পাই, আমার ভাতিজা আসাদুল পঞ্চগড় যাওয়ার পথে নীলফামারী সদরের ফুলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বর্তমানে মরদেহ নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

নীলফামারী সদর থানার পিএসআই সজিব শাহ এ তথ্য নিশ্চিত করে জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।