০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

জলঢাকায় এনএসিপির প্রধান সমন্বয়কারীর ছত্রছায়ায় ছাত্রলীগকে পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীর জলঢাকা উপজেলায় এনসিপির (NCP) প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগে সাধারণ ছাত্রজনতা ও সচেতন নাগরিকদের ব্যানারে এক প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বাদ মাগরিব জলঢাকা উপজেলা পরিষদ গেট সংলগ্ন গোলচত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন নাগরিকের পক্ষে মনিরুজ্জামান মিঠু ও শরিফুল ইসলাম পাভেল। তাঁরা অভিযোগ করেন, এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজু এলাকার কিছু বিতর্কিত ব্যক্তিকে নিয়ে এনএসপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটানোর মাধ্যমে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছেন।

বক্তারা বলেন, ছাত্রলীগের কিছু কর্মীকে এনসিপির ছত্রছায়ায় পুনর্বাসন দেওয়া হচ্ছে এবং এই সিন্ডিকেট এখন চাঁদাবাজি ও অনিয়মের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। এতে সাধারণ ছাত্র ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা আরও দাবি করেন, এনসিপির নামে পরিচালিত এসব কর্মকান্ডের মাধ্যমে এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

প্রশাসনের নীরবতার কারণে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুসহ সংশ্লিষ্ট দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সরাসরি এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুর সাথে কলা হলে তিনি বলেন, সমস্ত মিথ্যা ও প্রপাগান্ডা, অপপ্রচার এবং আত্মসম্মানহানীকর। একজন জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ বানানোর মব তৈরি করা হয়েছে। এছাড়াও আমাকে একটি কুচক্রী মহল আমার সম্মানহানী করার পায়তারা চালাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নীলফামারীতে মিষ্টি বিতরণ

জলঢাকায় এনএসিপির প্রধান সমন্বয়কারীর ছত্রছায়ায় ছাত্রলীগকে পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত ০৭:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

নীলফামারীর জলঢাকা উপজেলায় এনসিপির (NCP) প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগে সাধারণ ছাত্রজনতা ও সচেতন নাগরিকদের ব্যানারে এক প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বাদ মাগরিব জলঢাকা উপজেলা পরিষদ গেট সংলগ্ন গোলচত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন নাগরিকের পক্ষে মনিরুজ্জামান মিঠু ও শরিফুল ইসলাম পাভেল। তাঁরা অভিযোগ করেন, এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজু এলাকার কিছু বিতর্কিত ব্যক্তিকে নিয়ে এনএসপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটানোর মাধ্যমে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছেন।

বক্তারা বলেন, ছাত্রলীগের কিছু কর্মীকে এনসিপির ছত্রছায়ায় পুনর্বাসন দেওয়া হচ্ছে এবং এই সিন্ডিকেট এখন চাঁদাবাজি ও অনিয়মের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। এতে সাধারণ ছাত্র ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা আরও দাবি করেন, এনসিপির নামে পরিচালিত এসব কর্মকান্ডের মাধ্যমে এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

প্রশাসনের নীরবতার কারণে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুসহ সংশ্লিষ্ট দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সরাসরি এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুর সাথে কলা হলে তিনি বলেন, সমস্ত মিথ্যা ও প্রপাগান্ডা, অপপ্রচার এবং আত্মসম্মানহানীকর। একজন জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ বানানোর মব তৈরি করা হয়েছে। এছাড়াও আমাকে একটি কুচক্রী মহল আমার সম্মানহানী করার পায়তারা চালাচ্ছেন।