নীলফামারীর জলঢাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলা কাছাড়ি পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাসান (১০) ও মাসুম (৮)।
তারা পরস্পর ফুপাতো ও মামাতো ভাই। নিহত হাসান নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মানুষমাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে। আর মাসুম একই এলাকার হৃদয় হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের অগোচরে তিন শিশু, হাসান, মাসুম ও প্রিয়া। বটতলা কাছাড়ি পাড়ার পাশের চাড়াল কাটা নদীতে গোসল করতে যায়। এসময় হাসান ও মাসুম পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা প্রিয়া তীরে দাঁড়িয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে।
পরে দ্রæত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। জানা গেছে, হাসান মামার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খুটামারা ইউনিয়ন পরিষদের সদস্য ছানারুল ইসলাম জানান, “দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলো এখন ভেঙে পড়েছে।”


























