নীলফামারীর জলঢাকা উপজেলায় গভীর রাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মালামাল পাচারের সময় ১১৮টি পানির পাইপসহ দুটি ভ্যান আটক করেছে থানা পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়।
ঘটনাটি ঘটে গত সোমবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলার কাঁঠালি ইউনিয়নের ক্যানেলপাড় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, রাতের আঁধারে পাঁচটি ভ্যানে করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাইপ সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তারা দু’টি ভ্যানসহ তিনজনকে আটক করে জলঢাকা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১৮টি তিন ইঞ্চি পাইপ ও দুটি ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জনস্বাস্থ্য অধিদপ্তরের গোডাউন প্রহরী মাল্লি ইসলাম জানান, “ঠিকাদারের লোকজন রাতে তালা খুলে আমাকে না জানিয়ে পাইপ সরিয়ে নেয়।” মালিকানা দাবি করে মেসার্স কামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সজীব আহমেদ বলেন, “ওগুলো পাইপ আমার, গাইবান্ধায় পাঠানোর কথা ছিল। তবে রাতে এভাবে নেওয়া উচিত হয়নি।”
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা (ইউনিট ইনচার্জ) আব্দুল গফুর জানান, “পাইপগুলো ঠিকাদারের, তারা নিজেরাই সরিয়েছে। আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।” জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, “স্থানীয়দের সন্দেহে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে ১১৮টি পাইপসহ দুটি ভ্যান উদ্ধার করি।
এসময় একজনকে আটক এবং ভ্যানচালক দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।” স্থানীয়দের দাবি, সরকারি মালামাল রাতের আঁধারে সরানোর পেছনে দুর্নীতি বা অনিয়ম থাকতে পারে। বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান সচেতন মহল।