১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত ভাড়া আদায়, সেনা সহায়তায় ইউএনওর অ্যাকশন

অভিযানে ইউএনও। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় যাত্রী চাপকে পুঁজি করে নীলফামারীর ডোমারে অতিরিক্ত ভাড়া আদায় করছিল তোয়েজ এন্টারপ্রাইজ নামে একটি পরিবহন প্রতিষ্ঠান। খবর পেয়ে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

অভিযানে তোয়েজ এন্টারপ্রাইজের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মিলে। ফলে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ জুন) বিকেলে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় তাকে নীলফামারী সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।

ইউএনও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তোয়েজ এন্টারপ্রাইজের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় তোয়েজ এন্টারপ্রাইজকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে; যেন ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে তারা বিরত থাকে।

তিনি আরও জানান, সাধারণ যাত্রীদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপস্থিত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট আইনগুলো সম্পর্কে অবহিত করা হয়।

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় ভিজিএফ চাল জব্দে জড়িতদের চিহ্নিত করতে কমিটি

অতিরিক্ত ভাড়া আদায়, সেনা সহায়তায় ইউএনওর অ্যাকশন

প্রকাশিত ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহায় যাত্রী চাপকে পুঁজি করে নীলফামারীর ডোমারে অতিরিক্ত ভাড়া আদায় করছিল তোয়েজ এন্টারপ্রাইজ নামে একটি পরিবহন প্রতিষ্ঠান। খবর পেয়ে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

অভিযানে তোয়েজ এন্টারপ্রাইজের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মিলে। ফলে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ জুন) বিকেলে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় তাকে নীলফামারী সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।

ইউএনও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তোয়েজ এন্টারপ্রাইজের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় তোয়েজ এন্টারপ্রাইজকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে; যেন ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে তারা বিরত থাকে।

তিনি আরও জানান, সাধারণ যাত্রীদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপস্থিত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট আইনগুলো সম্পর্কে অবহিত করা হয়।