০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডোমারে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সভাপতি, ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এবং বিশিষ্ট ঠিকাদার রেয়াজুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

উপজেলাধীন ভোগডাবুড়ী ইউনিয়নের থানাপাড়ার বাসভবনে সোমবার (৩০ জুন) সকাল ৯টায় ঘুম থেকে উঠে চুরির ঘটনাটি পরিবার বুঝতে পারেন। এ দিন সকালে ও দুপুরে দুইদফায় ডোমার থানা পুলিশ ওই পরিবারের বাড়িটি পরিদর্শন করেছেন। ধারনা করা হচ্ছে চোরের দল পরিবারের লোকজন চেতনা নাশকের কবলে ফেলে চোরের দল নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম জানান, শিক্ষা অধিপ্তরের একটি ঠিকাদারী কাজের গত বৃহস্পতিবার(২৬ জুন) সন্ধ্যায় ২৫ লাখ টাকার বিল উত্তোলন করি। বিল তুললে দেরি হওয়ায় ও শুক্র-শনি ব্যাংক বন্ধ থাকায় টাকাগুলো বাড়ির লকারে রেখেছিলাম।

তিনি আরও জানান, রবিবার (২৯ জুন) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দলীয় কাজে ব্যস্ত থাকার কারনে টাকা গুলো ব্যাংকে জমা দেয়া সম্ভব হয়নি। রাত ১১টার দিকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে টের পেয়ে দেখি বাড়ির রান্না ঘরের জানালাম গ্রিল কেটে চোরের দল বাড়ির ভেতরে প্রবেশ করে ঘরে ঢুকে লকারে থাকা ২৫ লাখ টাকা ও ৯ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, গত দুইদিন থেকে পরিবারের লোকজন ঘুমের তন্দ্রার মধ্যেই চলাচল করছিলাম। সেখান থেকে ধারনা করছি চোরের দল বাড়িতে চেতনা নাশক কোন কিছু স্প্রে করে রাখতে পারে। সুযোগ বুঝে তারা রবিবার রাতে এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, পুলিশ তদন্ত করছে। আমি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছি।

ডোমার থানার ওসি মোঃ আরিফুল ইসলাম বলেন, ঘটনা জানার পর আমরা ঘটনা তদন্ত করছি। দুই দফায় উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলামের বাড়ি পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নীলফামারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভা

ডোমারে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

প্রকাশিত ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সভাপতি, ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এবং বিশিষ্ট ঠিকাদার রেয়াজুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

উপজেলাধীন ভোগডাবুড়ী ইউনিয়নের থানাপাড়ার বাসভবনে সোমবার (৩০ জুন) সকাল ৯টায় ঘুম থেকে উঠে চুরির ঘটনাটি পরিবার বুঝতে পারেন। এ দিন সকালে ও দুপুরে দুইদফায় ডোমার থানা পুলিশ ওই পরিবারের বাড়িটি পরিদর্শন করেছেন। ধারনা করা হচ্ছে চোরের দল পরিবারের লোকজন চেতনা নাশকের কবলে ফেলে চোরের দল নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম জানান, শিক্ষা অধিপ্তরের একটি ঠিকাদারী কাজের গত বৃহস্পতিবার(২৬ জুন) সন্ধ্যায় ২৫ লাখ টাকার বিল উত্তোলন করি। বিল তুললে দেরি হওয়ায় ও শুক্র-শনি ব্যাংক বন্ধ থাকায় টাকাগুলো বাড়ির লকারে রেখেছিলাম।

তিনি আরও জানান, রবিবার (২৯ জুন) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দলীয় কাজে ব্যস্ত থাকার কারনে টাকা গুলো ব্যাংকে জমা দেয়া সম্ভব হয়নি। রাত ১১টার দিকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে টের পেয়ে দেখি বাড়ির রান্না ঘরের জানালাম গ্রিল কেটে চোরের দল বাড়ির ভেতরে প্রবেশ করে ঘরে ঢুকে লকারে থাকা ২৫ লাখ টাকা ও ৯ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, গত দুইদিন থেকে পরিবারের লোকজন ঘুমের তন্দ্রার মধ্যেই চলাচল করছিলাম। সেখান থেকে ধারনা করছি চোরের দল বাড়িতে চেতনা নাশক কোন কিছু স্প্রে করে রাখতে পারে। সুযোগ বুঝে তারা রবিবার রাতে এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, পুলিশ তদন্ত করছে। আমি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছি।

ডোমার থানার ওসি মোঃ আরিফুল ইসলাম বলেন, ঘটনা জানার পর আমরা ঘটনা তদন্ত করছি। দুই দফায় উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলামের বাড়ি পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।