ঈদুল আজহা উপলক্ষে ছুটিতে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে সড়কে অতিরিক্ত ভাড়া আদায়, পণ্যবাহী পরিবহনে যাত্রী বহন, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে নীলফামারী জেলা প্রশাসন, বিআরটিএ ও পুলিশ।
ঈদ-পূর্ব যাত্রী সাধারণ ও কর্মজীবী মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে কালিতলা ও বাদিয়ার মোড়—এই দুটি পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ট্রাফিক পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের সমন্বয়ে ৫টি মামলায় মোট ২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং পথচারী ও যানবাহন চালকদের সচেতন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমনা পারভিন মিতা। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সার্কেল বিআরটিএর সহকারী পরিচালক এস.এম. মাহবুবুর রহমান এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক মেহেদী হাসান প্রমুখ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে।