দিনাজপুরের চিরিরবন্দরে দুর্বৃত্তরা আব্দুল গফুর (৬৫) নামে এক কৃষকের ২৪ শতক জমির বোরো ধান পুড়িয়ে দিয়েছে। উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামে রাতের আঁধারে ঘাস মারা ওষুধ স্প্রে করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনা উল্লেখ করে ওই কৃষক থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি সহ কৃষি অফিসকে বিষয়টি অবগত করেছেন। ভুক্তভোগী কৃষক ও সরজমিনে ঘুরে জানা যায়, উপজেলার মহাদানী এলাকায় ভ্যান চালক আব্দুল গফুরের আবাদকৃত ২৪ শতক জমিতে রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ স্প্রে করে পুড়িয়ে দেয়। সকালে ওই কৃষক ক্ষেতের ধান গাছ পুড়ে লালচে হয়ে গেছে দেখতে পান এবং বিষয়টি কৃষি অফিসে অবগত করেন। থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।
মঙ্গলবার সরেজমিনে ওই ক্ষেতে গেলে কৃষক আব্দুল গফুর বলেন বলেন, আমি একজন ভ্যান চালক, ভ্যান চালিয়ে অনেক কষ্টে সংসার চালাই। ঋন নিয়ে ২৪ শতক জমিতে ধান চাষ করেছি। এই ধান চাষ করে পরিবারের ৬ মাসের চালের জোগান হতো। কিন্তু দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ স্প্রে করে ক্ষেতের ধান শেষ করে দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, বিষয়টি অবগত হয়ে সংশ্লিষ্ট ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তাকে আক্রান্ত জমিটি পরিদর্শন করতে বলা হলে, পরিদর্শন পূর্বক ঘটনার সত্যতা বিষয়ে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি বিভাগ থেকে রবি মৌসুম প্রনোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার সহযোগিতা প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন বলেন মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

























