০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে এনসিপি’র সমন্বয়ক কমিটিতে যুবলীগ নেতা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক কমিটিতে স্থান পেয়েছেন ওমর ফারুক চৌধুরী নামে এক যুবলীগ নেতা। এ ঘটনায় চিরিরবন্দরের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বির্তকের সৃষ্টি হয়েছে।

গত ১৫ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ১৭ সদস্যের একটি সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়। এতে সমন্বয়ক কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন সোহেল সাজ্জাদ। সেই কমিটির সদস্য পদের ৯নং ক্রমিকে রয়েছে যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরীর নাম। কমিটি গঠনের পর থেকেই ওমর ফারুক চৌধুরীকে নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গণে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া ওমর ফারুক চৌধুরী নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগের সাবেক নেতা, উপজেলা তথ্য ও প্রযুক্তি লীগের সদস্য এবং ৪নং ইসবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

চিরিরবন্দর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা জিহাদ বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলার সমন্বয়ক কমিটিতে ছাত্রলীগ ও যুবলীগ নেতার নাম এসেছে। তিনি প্রশ্ন তুলেন, তারা কি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে। এটি কোনোক্রমেই মেনে নেয়া যায় না।

চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সোহেল সাজ্জাদ বলেন, আমাদের ১৭ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে দুইজনের নামে বির্তক সৃষ্টি হয়েছে। তার মধ্যে ওমর ফারুক চৌধুরী একজন। এনসিপি’র কমিটি গঠনের পূর্বে ওমর ফারুক চৌধুরীর সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি অনেক আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারপর থেকে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কমিটি গঠনের পর জানা গেছে, তিনি বর্তমানে রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হয়েছে। দুই-এক দিনের মধ্যেই তাঁকে কমিটি থেকে অব্যাহতি দেয়া হবে।

এ ব্যাপারে ওমর ফারুক চৌধুরীর সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নীলফামারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভা

চিরিরবন্দরে এনসিপি’র সমন্বয়ক কমিটিতে যুবলীগ নেতা

প্রকাশিত ০৮:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক কমিটিতে স্থান পেয়েছেন ওমর ফারুক চৌধুরী নামে এক যুবলীগ নেতা। এ ঘটনায় চিরিরবন্দরের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বির্তকের সৃষ্টি হয়েছে।

গত ১৫ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ১৭ সদস্যের একটি সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়। এতে সমন্বয়ক কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন সোহেল সাজ্জাদ। সেই কমিটির সদস্য পদের ৯নং ক্রমিকে রয়েছে যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরীর নাম। কমিটি গঠনের পর থেকেই ওমর ফারুক চৌধুরীকে নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গণে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া ওমর ফারুক চৌধুরী নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগের সাবেক নেতা, উপজেলা তথ্য ও প্রযুক্তি লীগের সদস্য এবং ৪নং ইসবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

চিরিরবন্দর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা জিহাদ বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলার সমন্বয়ক কমিটিতে ছাত্রলীগ ও যুবলীগ নেতার নাম এসেছে। তিনি প্রশ্ন তুলেন, তারা কি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে। এটি কোনোক্রমেই মেনে নেয়া যায় না।

চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সোহেল সাজ্জাদ বলেন, আমাদের ১৭ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে দুইজনের নামে বির্তক সৃষ্টি হয়েছে। তার মধ্যে ওমর ফারুক চৌধুরী একজন। এনসিপি’র কমিটি গঠনের পূর্বে ওমর ফারুক চৌধুরীর সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি অনেক আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারপর থেকে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কমিটি গঠনের পর জানা গেছে, তিনি বর্তমানে রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হয়েছে। দুই-এক দিনের মধ্যেই তাঁকে কমিটি থেকে অব্যাহতি দেয়া হবে।

এ ব্যাপারে ওমর ফারুক চৌধুরীর সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।