১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভুটান ভ্রমণে যুক্ত হচ্ছে বড় ফ্লাইট, এসডিএফ কমছে ১৮৫ ডলার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১:১৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশি পর্যটকদের জন্য ভুটান ভ্রমণে সাসটেইনেবল ডেভেলপমন্ট ট্যাক্স (এসডিএফ) কমছে ১৮৫ ডলার। এতে ভ্রমণপিয়াসীদের বড় একটি খরচ সাশ্রয় হবে। বাংলাদেশ থেকে পর্যাপ্ত ফ্লাইট না থাকা এবং অনলাইনে ফ্লাইট বুকিং সুবিধা না থাকার কারণে চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশি পর্যটক ভুটান যেতে পারতেন না। পর্যটকদের ভোগান্তি কমাতে নতুন সুযোগ-সুবিধা দিচ্ছে ভুটান ট্যুরিজম করপোরেশন লিমিটেড (বিটিসিএল)।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় জিইসি মোড়ের ট্রেফেল ট্যুরসের কনফারেন্স হলে বিটিসিএলের সঙ্গে ঢাকার জিটেক অ্যাভিয়েশন লিমিটেড এবং চট্টগ্রামের ট্রেফেল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময়সভায় এই ঘোষণা দেয়া হয়। এতে অন্তত ২০ জন ট্রাভেল এজেন্ট অংশ নেন।

সভায় বিটিসিএলের এক্সিকিউটিভ ডিরেক্টর (ভুটান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট) চেনচো শেরনিং বলেন, ‘বাংলাদেশি পর্যটকদের জন্য আমরা ট্যাক্স জনপ্রতি ২০০ ডলার থেকে কমিয়ে মাত্র ১৫ ডলারে নির্ধারণ করেছি। এর ফলে পর্যটকদের খরচ অনেক কমবে।

এখন ঢাকা থেকে ভুটানে সপ্তাহে দুটি ফ্লাইটে যাত্রী পরিবহন হয় অর্থাৎ মাসে ৮টির মতো। সবগুলোই ছিল ৪০ সিটের ছোট ফ্লাইট।’ তিনি বলেন, ‘জুলাই মাস থেকে আমরা ৪টি এয়ারবাস দিয়ে যাত্রী পরিবহন শুরু করছি। এতে একসঙ্গে ১২০ যাত্রী ভুটান নেওয়া সম্ভব হবে। আশা করছি, আগের চেয়ে দ্বিগুণ বেশি যাত্রী আমরা বাংলাদেশ থেকে পাবো।’

মতবিনিময় সভায় জানানো হয়, ঢাকা থেকে দেড় ঘণ্টার ফ্লাইটে ভুটান যেতে পারছেন বাংলাদেশি পর্যটকরা। আসা-যাওয়ার ভাড়া ন্যূনতম ৪৭ হাজার ৫শ টাকা। তবে গ্রুপগুলোর ট্যুর প্যাকেজে গেলে খরচ অনেক কমে আসে। ট্রাভেল এজেন্সিগুলো ভুটানে তিন রাত-চার দিনের প্যাকেজ দিচ্ছে ১৯ হাজার টাকায়। এই খরচের মধ্যে আছে বিমান টিকেট ছাড়া থাকা-খাওয়া, এয়ারপোর্ট ট্রান্সফার, ট্যুর গাইড।

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় ভিজিএফ চাল জব্দে জড়িতদের চিহ্নিত করতে কমিটি

ভুটান ভ্রমণে যুক্ত হচ্ছে বড় ফ্লাইট, এসডিএফ কমছে ১৮৫ ডলার

প্রকাশিত ০১:১৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

বাংলাদেশি পর্যটকদের জন্য ভুটান ভ্রমণে সাসটেইনেবল ডেভেলপমন্ট ট্যাক্স (এসডিএফ) কমছে ১৮৫ ডলার। এতে ভ্রমণপিয়াসীদের বড় একটি খরচ সাশ্রয় হবে। বাংলাদেশ থেকে পর্যাপ্ত ফ্লাইট না থাকা এবং অনলাইনে ফ্লাইট বুকিং সুবিধা না থাকার কারণে চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশি পর্যটক ভুটান যেতে পারতেন না। পর্যটকদের ভোগান্তি কমাতে নতুন সুযোগ-সুবিধা দিচ্ছে ভুটান ট্যুরিজম করপোরেশন লিমিটেড (বিটিসিএল)।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় জিইসি মোড়ের ট্রেফেল ট্যুরসের কনফারেন্স হলে বিটিসিএলের সঙ্গে ঢাকার জিটেক অ্যাভিয়েশন লিমিটেড এবং চট্টগ্রামের ট্রেফেল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময়সভায় এই ঘোষণা দেয়া হয়। এতে অন্তত ২০ জন ট্রাভেল এজেন্ট অংশ নেন।

সভায় বিটিসিএলের এক্সিকিউটিভ ডিরেক্টর (ভুটান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট) চেনচো শেরনিং বলেন, ‘বাংলাদেশি পর্যটকদের জন্য আমরা ট্যাক্স জনপ্রতি ২০০ ডলার থেকে কমিয়ে মাত্র ১৫ ডলারে নির্ধারণ করেছি। এর ফলে পর্যটকদের খরচ অনেক কমবে।

এখন ঢাকা থেকে ভুটানে সপ্তাহে দুটি ফ্লাইটে যাত্রী পরিবহন হয় অর্থাৎ মাসে ৮টির মতো। সবগুলোই ছিল ৪০ সিটের ছোট ফ্লাইট।’ তিনি বলেন, ‘জুলাই মাস থেকে আমরা ৪টি এয়ারবাস দিয়ে যাত্রী পরিবহন শুরু করছি। এতে একসঙ্গে ১২০ যাত্রী ভুটান নেওয়া সম্ভব হবে। আশা করছি, আগের চেয়ে দ্বিগুণ বেশি যাত্রী আমরা বাংলাদেশ থেকে পাবো।’

মতবিনিময় সভায় জানানো হয়, ঢাকা থেকে দেড় ঘণ্টার ফ্লাইটে ভুটান যেতে পারছেন বাংলাদেশি পর্যটকরা। আসা-যাওয়ার ভাড়া ন্যূনতম ৪৭ হাজার ৫শ টাকা। তবে গ্রুপগুলোর ট্যুর প্যাকেজে গেলে খরচ অনেক কমে আসে। ট্রাভেল এজেন্সিগুলো ভুটানে তিন রাত-চার দিনের প্যাকেজ দিচ্ছে ১৯ হাজার টাকায়। এই খরচের মধ্যে আছে বিমান টিকেট ছাড়া থাকা-খাওয়া, এয়ারপোর্ট ট্রান্সফার, ট্যুর গাইড।