‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যে রংপুরে তিন দিনব্যাপী ভূমিমেলা, ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫শে মে) সকালে রংপুর জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। ভূমি মেলা উদ্বোধন শেষে একই স্থানে রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলাপ্রশাসন যৌথ উদ্যোগে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ভূমিসেবা এখন আগের চেয়ে অনেক সহজ ও আধুনিক হয়েছে। অনলাইনের মাধ্যমে খতিয়ান, নামজারিসহ সকল সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব হচ্ছে। এতে সময় ও খরচ কমে আসছে, বাড়ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। জমি কেনাবেচার প্রসঙ্গে তিনি বলেন, জমি কেনাবেচার আগে অবশ্যই জমির তথ্য যাচাই করা প্রয়োজন। প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ ভূমির সঠিক কাগজপত্র সংরক্ষণ করে রাখা। ভূমিসেবা সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে প্রতারণা থেকে মুক্তি পাওয়া যায়। এজন্য তিনি সকলকে ভূমিসেবা সম্পর্কে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে রংপুর ভূমি অফিসের সহকারী ভূমি কমিশনার মোঃ দুলাল হোসেন স্থিরচিত্র উপস্থাপন করেন। উপস্থাপনায় তিনি ‘জনবান্ধব ভূমিসেবা ৬০-৩০-১০ মডেল’ এবং অনলাইনে ভূমিসেবা পাওয়ার সহজ উপায় নিয়ে একটি ফ্লো-চার্ট প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন রংপুর রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শামসুজ্জামান সামু প্রমুখ।
উদ্বোধনের পূর্বে ভূমিমেলা উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সমাজকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৫শে মে হতে ২৭শে মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমিমেলায় ০৩টি স্টল স্থান পেয়েছে।