পঞ্চগড়ে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে পঞ্চগড় সদর উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি। জেলা তথ্য অফিস, পঞ্চগড় এই আলোচনাসভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণে দিগন্ত উম্মোচন করেছে। রাষ্ট্রকে নতুন করে গঠন করার সময় এসেছে। নতুন রাষ্ট্র গঠনে তরুণদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের মেধা ও কর্মোদ্দিপনাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসাবে গড়ে তোলতে হলে তরুণদেরকে মাদকের ভয়াবহতা, কিশোর গ্যাং ও সন্ত্রাসবাদের মতো অনাচার থেকে দূরে থাকতে হবে এবং এসব সমস্যা সমাধানে তাদের মধ্যে দেশপ্রেম, মূল্যবোধ, সততা ও নৈতিকতা জাগ্রত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ এ.কে.এম. ওয়াহিদুজ্জামান ও পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন।
জেলা তথ্য অফিস, পঞ্চগড়ের ঘোষক তন্ময় কুমার দাসের সঞ্চালনায় আলোচনাসভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পঞ্চগড় জেলার তথ্য অফিসার (রু:দা:) মোঃ হায়দার আলী।
আলোচনাসভায় পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।