কুরআন পাঠ আন্দোলন-এর আহবায়ক আবু সাঈদ খান ২১-২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত কুরআন পাঠ সম্প্রসারণ ও জনপ্রিয়করণের বেশ কিছু কার্যক্রম নিয়ে নীলফামারী সফর করেন।
সফরের প্রথম দিন ২১ অক্টোবর ২০২০৫, মঙ্গলবার দৈনিক ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি এবং দৈনিক নীলফামারী বার্তার সম্পাদক মো. শীষ রহমানের সাথে জেলার সকল স্তরে কুরআন পাঠ জনপ্রিয়করণ ও সম্প্রসারণ নিয়ে দু’ঘন্টা ব্যাপী মতবিনিময় হয়।
সফরের দ্বিতীয় দিন ২২ অক্টোবর ২০২৫, বুধবার তিনি নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর আবদুস সাত্তার সাহেবের সাথে শহরের আল হেলাল একাডেমীতে অবস্থিত তাদের অফিসে সাক্ষাত করেন এবং প্রায় ৪০-৪৫ মিনিট বিভিন্ন বিষয়ে আলাপ হয়। তাঁকে কুরআন পাঠ আন্দোলন-এর মুখপত্র ‘ত্রৈমাসিক কুরআন কথন’ প্রদান করা হয়। সেই সাথে সেই সাথে সংসদ সদস্য প্রার্থীগণ কীভাবে নির্বাচনী মাঠে জনগণকে কুরআনসম্পৃক্ত করার কাজ করতে পারেন সে বিষয়ে আলোচনা করা হয়।
এরপর জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সাহেবের সাথে শিক্ষার্থীদেরকে কিভাবে তাদের ইসলাম শিক্ষা পুস্তকের মাধ্যমে আরও বেশি কুরআনসম্পৃক্ত করা যায় সে বিষয়ে ৩০-৪০ মিনিট কথা হয়। তিনি বিশেষ আগ্রহী হওয়া সত্ত্বেও সময়ের অভাবে নিয়ে সে ধরনের কোনো অনুষ্ঠান করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি আগামীতে এরূপ একটি উদ্যোগ আয়োজনের বিষয়ে আশ্বাস দিয়েছেন।
এরপর নীলফামারী জেলা মডেল মসজিদের উপপরিচালক মুসাদ্দিক বিল্লাহর সাথে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এবং ইসলামিক ফাউন্ডেশনের অধীনস্ত জেলা মডেল মসজিদের মাধ্যমে কিভাবে সাধারণ মানুষকে কুরআনসম্পৃক্ত করা যায় এটা নিয়ে দীর্ঘ মতবিনিময় হয়। তিনি কুরআন পাঠ আন্দোলন প্রস্তাবিত বক্তব্যগুলো খুব মনোযোগের সাথে শুনেন এবং তাঁর নীলফামারী জেলার যে ৫টি উপজেলা আছে সে উপজেলার মডেল মসজিদগুলির ইমামদেরকে একই কাজে উদ্বুদ্ধ করবেন বলে আশ্বাস দেন।
ইসলামিক ফাউন্ডেশনের প্রোগ্রাম শেষ করে বিকালের দিকে নীলফামারী জেলা পুলিশ সুপার সাহেবের সাথে একান্ত সাক্ষাত ও বৈঠক অনুষ্ঠিত হয়, তাকেও ‘কুরআন কথন’-এর কপি দেয়া হয়। তিনি মানুষকে কুরআনসম্পৃক্ত করার প্রয়োজনীয়তার বিষয়ে ইতিবাচক অভিমত ব্যক্ত করেন।
মাগরিবের পরে পূর্বনির্ধারিত নীলফামারী প্রেসক্লাব সেক্রেটারি জনাব নুর আলম এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে কুরআন পাঠ জনপ্রিয়করণ নিয়ে ঘন্টাব্যাপী মতবিনিময় অনুষ্ঠিত হয়।
২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার নীলফামারী গভঃ স্কুল (জিলা স্কুল)-এর দুই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে তাদের পাঠ্যসূচিভুক্ত কুরআন পাঠ উদ্বুদ্ধকরণমূলক একটি সেশন নেয়া হয়েছে। পুরো আলোচনায় নবীন শিক্ষার্থীরা দারুণভাবে উজ্জীবিত হয়। সকালের আলোচনায় অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব নলিনী কান্ত রায় দ্বিতীয় শিফটের জন্যও একই আয়োজন করেন।
একই দিন কুরআন পাঠ আন্দোলন-এর পাঁচটি জেলার সমন্বয়কদের নিয়ে কুরআন পাঠ আন্দোলন-এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। কুরআন পাঠ আন্দোলন-এর উদ্দেশ্য হলো কুরআন-সংযোগের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে ‘সবার জন্য কুরআন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাতৃভাষায় কুরআন পাঠে উদ্বুদ্ধ করা।





















