নীলফামারীর মঙ্গলবার (১০ জুন) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (৯ জুন) যা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বাতাস না থাকায় জনপদজুড়ে তীব্র গরম অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
তীব্র ভ্যাপসা গরম ও দাবদাহে নীলফামারীর জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। কর্মজীবী মানুষরা প্রয়োজনবশত বাইরে বের হলেও দীর্ঘক্ষণ টিকতে পারছেন না। কৃষি কাজে নিয়োজিত শ্রমিকদেরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। অতিরিক্ত গরমে ঘনঘন তৃষ্ণা পেয়ে বারবার পানি পান করতে হচ্ছে তাদের। ফলে শহরের শরবতের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।