নীলফামারীর জলঢাকায় বেতন বৈষম্য, চাকরি স্থায়ী করণ ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মিটার পাঠক।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে নেসকো জলঢাকা উপজেলা শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা করা কর্মচারীর নাম আব্দুর রাজ্জাক (৩৮)। তিনি পিচরেট ভিত্তিক মিটার পাঠক হিসেবে কর্মরত। গুরুতর অবস্থায় তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বেতন বৈষম্য, চাকরি স্থায়ী না করা, বাৎসরিক বোনাস ও ভাতা আত্মসাৎ এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পিচরেট কর্মচারীরা আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বিল সিটে নির্ধারিত বেতন দেখানো হলেও বাস্তবে মাসিক মাত্র ২ থেকে ৩ হাজার টাকা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন পদে নিয়ম বহির্ভূতভাবে আর্থিক সুবিধার বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে বলেও দাবি তাদের।
এ বিষয়ে আবাসিক প্রকৌশলী তরিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আন্দোলনকারীদের দাবি অযৌক্তিক। নিয়োগ ও বেতন প্রদান নেসকোর নিয়ম অনুযায়ী হয়ে থাকে এবং কোনো ধরনের নিয়োগ বাণিজ্যের সঙ্গে তিনি জড়িত নন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষপানে আহত আব্দুর রাজ্জাক চিকিৎসাধীন রয়েছেন এবং নেসকো কার্যালয়ে কর্মবিরতি অব্যাহত রয়েছে।
























