উপজেলার ভোগডাবুৱী ইউনিয়নেৱ সব্দিগঞ্জ ঈদগা ময়দানের নতুন ডিজাইনের বাউন্ডারি ওয়াল নির্মাণের আজকে শুভ উদ্বোধন করা হলো। ৩০৭ ফিট লম্বা ১১ ফিট ঊচু এই ওয়াল নির্মাণ করতে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানা গেছে। ওয়াল নির্মাণ করতে গিয়ে পার্শ্ববর্তী গ্রামের পনের শতক জমির মালিকানা কাছ থেকে খরিদ করা হয়েছে।
সব্দিগঞ্জ ময়দান, মসজিদ,মাদ্রাসা কবরস্থান মিলে ৫১ বিঘা জমির উপৱ এই চারটি প্রকল্প নিয়ে একটি কমপ্লেক্স নির্মাণ করার জন্য গোসাইগঞ্জে জৈনিক ও ধনাঢ্য ব্যক্তি জনাব আব্দুর রাজ্জাক সাহেব প্রায় ১০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছেন ,তার ইচ্ছা কয়েক বছরের মধ্যে তিনি এই প্রকল্প কমপ্লেক্সের কাজ শেষ করতে পারবেন।
সব্দিগঞ্জ ময়দানে ১৭৩০ সালে স্থাপিত ও পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ সব্দিগঞ্জ ঈদগা ময়দানে নামাজ পড়তে আসে, প্রায় ৩০০ বছরের এই পুরনো ঈদগা ময়দান ৮৪টি মসজিদ মুুুসুল্লি নামাজ পড়তে জমায়েত হন। দিন দিন তার ঐতিহ্য ফিরে পেতে বসেছে, বর্তমান কমিটি তাদের অক্লান্ত পরিশ্রমে এবং কতিপয় ব্যক্তির সহযোগিতায় সব্দিগঞ্জ ময়দান আজ দর্শনীয় হয়ে পড়েছে।
প্রতিবছর দুই ঈদে লাখ মানুষের জমায়েত অনুষ্ঠিত হয় এই ময়দানে। ময়দান এর পাশে রয়েছে বন বিভাগের হাজারো গাছ যা সভা বর্ধন করছে কালের পরিক্রমায় বদলে গেছে সব্দিগঞ্জ মাঠের চিত্র। যে কেউ আসলে এখানে দেখতে পাবেন একটি মনোরম পরিবেশে ঈদগা মাঠ মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান। তেজামমেল হেেলে মনজু ডোমার নীলফামারী