নীলফামারীর ডোমারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রায়হান বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংয়ে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান নোবেল, মেডিকেল অফিসার ডা. সোহান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মোর্শেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফফর আলী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম প্রমূখ।
ডোমার উপজেলায় ৯মাস থেকে ১৫বছরের কম বয়সী ৮১হাজার ১০০ শিশুকে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টাইফয়েড টিকা প্রদান করা হবে।



























