নীলফামারীতে বালিকাদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃগস্পতিবার বিকালে জেলা সদরের ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয় মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ককই বড়গাছা উচ্চ বিদ্যালয় বালিকা দল ৫-০ গোলে দুবাছুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে।
দাতা সংস্থা ডিয়াকনিয়ার অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা (ইউএসএস) প্রাগ্রসরের সহযোগিতায় প্রীতি ওই ফুটল ম্যাচের আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো আবুল হাসেম। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, ককই বড়গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি রায়, দুবাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র রায় প্রমুখ।
আয়োজকরা জানান, সংস্থার জেন্ডার সমতা উন্নয়ন প্রকল্পের অধীনে বালিকাদের খেলাধুলায় আগ্রহী করতে তুলতে ওই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।





















