কৃষি জমির মাটি কেটে এনে ইট ভাটায় ব্যবহারের দায়ে নীলফামারীর সৈয়দপুরে এক ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার মুশরুত ধূলিয়া এলাকার মেসার্স এস এস জেড ব্রিকস ইট ভাটায় এই জরিমানা করা হয়।
এতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো রায়হান উদ্দীনের নেতৃত্ব জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহায়তা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষি জমির মাটি কেটে এনে ইট ভাটায় ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে ইট ভাটার মালিক রেজাউল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষি জমির মাটি কেটে এনে ইট ভাটায় ব্যবহারের দায়ে মেসার্স এস এস জেড ব্রিকস ইট ভাটার মালিক রেজাউল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে।























