এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিগণের মুল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া,চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশের উৎসব ভাতা এবং জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর বর্বোরচিত হামলার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জলঢাকা’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব সাইদার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী রোকন, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর,পাঠানপাড়া এমইউ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক জিকরুল হক,গাবরোল তহসিলদার পাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা প্রমুখ।
অনুষ্ঠাননি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবদুল্লাহ। সমাবেশে বক্তারা বলেন, আমাদের মতো কোন এক শিক্ষকের কাছ থেকে পড়ালেখা করে আপনারা আজকে পুলিশ অফিসার হয়েছেন,আর সেই পুলিশ অফিসার হয়ে শিক্ষকের গায়ে হাত তোলাটা লজ্জা জনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আগামীতে কোন শিক্ষকের গায়ে হাত দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমারা কর্মবিরতিতে থাকবো। সভায় উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
























