নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে রবিবার জেলার মেধাবী কলেজ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। জেলা পরিষদের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অসচ্ছল কিন্তু মেধাবী এমন ৭০জন কলেজ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) দীপঙ্কর রায়, সহকারী প্রকৌশলী রেজাউল করিম, সিএ শ্যামলন চন্দ্র সরকার, গ্রন্থাগারিক সেতু বন্ধন রায়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) দীপঙ্কর রায় মেধা শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে জানান যে, নীলফামারী জেলার অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পূর্বেও ২০২জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।


















