০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

শীত না পড়তেই সৈয়দপুরে জ্যাকেট-সোয়েটারের মজুত শুরু

আশ্বিণ মাসের অর্ধেকও পেরোয়নি। দিনে ভ্যাপসা গরম থাকলেও রাতের শেষে কিছুটা শীত অনুভূত হচ্ছে। এরই মধ্যে নীলফামারীর সৈয়দপুরে শীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শহরের বিভিন্ন গরম কাপড়ের দোকানে জ্যাকেট, সোয়েটারসহ শীতনিবারণী পোশাকের মজুত কার্যক্রম জোরেশোরে চলছে।

শহরের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা ক্ষুদ্র গার্মেন্টস কারখানাগুলোতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। তারা জ্যাকেট, সোয়েটারসহ নানা ধরনের শীতের পোশাক তৈরি করছেন। ফলে স্থানীয় বাজারে নতুন পোশাকের সরবরাহ বাড়তে শুরু করেছে।

দোকানগুলো ঘুরে দেখা গেছে—ইতিমধ্যেই অনেক দোকানদার তাদের শোরুমে রঙিন জ্যাকেট ও সোয়েটার সাজিয়ে রেখেছেন। যদিও এখনো স্থানীয় ক্রেতারা তেমন কেনাকাটায় নামেননি, তবে পাইকারি ক্রেতারা ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন এলাকা থেকে এসে পোশাক কিনে নিয়ে যাচ্ছেন।

কথা হয় শহরের এক দোকান মালিকের সঙ্গে। তিনি জানান, ‘শীত পুরোপুরি না নামলেও আগে থেকে প্রস্তুতি নিতে হয়। পাইকাররা এখন থেকেই মালামাল কিনছেন। স্থানীয় ক্রেতাদের আসতে আর এক-দুই সপ্তাহ লাগবে।’

অন্যদিকে এক ক্রেতা বলেন, ‘এখনো গরম পড়ছে, তবে রাতের শেষে হালকা শীত লাগে। তাই দাম তুলনামূলক কম থাকায় আগে থেকেই একটি সোয়েটার কিনে নিলাম।’ সৈয়দপুরের বাজারে শীতবস্ত্র বিক্রি শুরু হওয়ায় ব্যবসায়ীরা আশাবাদী, আগাম প্রস্তুতির ফলে এ বছর বিক্রি আগের বছরের চেয়ে বেশি হবে।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় পক্ষে আন্দোলনে লম্বা ছুটিতে সাবরেজিস্টার, ভোগান্তিতে জমি দাতা ও গ্রহীতারা

শীত না পড়তেই সৈয়দপুরে জ্যাকেট-সোয়েটারের মজুত শুরু

প্রকাশিত ০৯:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আশ্বিণ মাসের অর্ধেকও পেরোয়নি। দিনে ভ্যাপসা গরম থাকলেও রাতের শেষে কিছুটা শীত অনুভূত হচ্ছে। এরই মধ্যে নীলফামারীর সৈয়দপুরে শীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শহরের বিভিন্ন গরম কাপড়ের দোকানে জ্যাকেট, সোয়েটারসহ শীতনিবারণী পোশাকের মজুত কার্যক্রম জোরেশোরে চলছে।

শহরের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা ক্ষুদ্র গার্মেন্টস কারখানাগুলোতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। তারা জ্যাকেট, সোয়েটারসহ নানা ধরনের শীতের পোশাক তৈরি করছেন। ফলে স্থানীয় বাজারে নতুন পোশাকের সরবরাহ বাড়তে শুরু করেছে।

দোকানগুলো ঘুরে দেখা গেছে—ইতিমধ্যেই অনেক দোকানদার তাদের শোরুমে রঙিন জ্যাকেট ও সোয়েটার সাজিয়ে রেখেছেন। যদিও এখনো স্থানীয় ক্রেতারা তেমন কেনাকাটায় নামেননি, তবে পাইকারি ক্রেতারা ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন এলাকা থেকে এসে পোশাক কিনে নিয়ে যাচ্ছেন।

কথা হয় শহরের এক দোকান মালিকের সঙ্গে। তিনি জানান, ‘শীত পুরোপুরি না নামলেও আগে থেকে প্রস্তুতি নিতে হয়। পাইকাররা এখন থেকেই মালামাল কিনছেন। স্থানীয় ক্রেতাদের আসতে আর এক-দুই সপ্তাহ লাগবে।’

অন্যদিকে এক ক্রেতা বলেন, ‘এখনো গরম পড়ছে, তবে রাতের শেষে হালকা শীত লাগে। তাই দাম তুলনামূলক কম থাকায় আগে থেকেই একটি সোয়েটার কিনে নিলাম।’ সৈয়দপুরের বাজারে শীতবস্ত্র বিক্রি শুরু হওয়ায় ব্যবসায়ীরা আশাবাদী, আগাম প্রস্তুতির ফলে এ বছর বিক্রি আগের বছরের চেয়ে বেশি হবে।