০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

সৈয়দপুরে বাউস্টে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ প্রতিযোগিতার রংপুর-বগুড়া-রাজশাহী আঞ্চলিক পর্ব সম্পন্ন

নীলফামারীর সৈয়দপুরে সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে (বাউস্ট) ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) প্রতিযোগিতার রংপুর-বগুড়া-রাজশাহী আঞ্চলিক পর্বটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী প্রতিযোগিতায় রংপুর, বগুড়া ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের ১৯টি দলের ৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) এর কেন্দ্রীয় আয়োজক কমিটির কার্যনির্বাহী সদস্য ও রংপুর-বগুড়া-রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং বাউস্টের সিএসই বিভাগের অধ্যাপক ড. এস. এম. জাহাঙ্গীর আলম প্রতিযোগিতার আঞ্চলিক পর্বটি পরিচালনা করেন।

এ সময় বাউস্টের এমই ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরী, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ফ্যাকাল্টির ডীন অধ্যাপক মো. জহুরুল ইসলামসহ প্রমুখ শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাগণ।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শওকত আলী, প্রভাষক মো. খালিদ সাইফুল্লাহ, প্রভাষক অনিত হালিম সাগর, প্রভাষক সাদ আহমেদ ও প্রভাষক এ কে জেড রাসেল রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও বিচারক প্যানেলে আরো ছিলেন ডব্লিউআরওবিডি এর কেন্দ্রীয় আয়োজক কমিটির কার্যনির্বাহী সদস্যবৃন্দ জাহিদুল ইসলাম নেহাল, ইবনে সিনা এবং অরণ্য।

বাউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি এই আঞ্চলিক প্রতিযোগিতা পর্বটি সফলভাবে সম্পন্ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিযোগিতার সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (এলপিআর) এবং পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন (অবঃ)।

রোবোটিক্সের রোবো মিশন, ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স এবং রোবো স্পোর্টস এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী প্রতিটি দলকেই জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, যা তরুণ উদ্ভাবকদের জন্য ছিল বড় ধরনের অনুপ্রেরণা। প্রতিযোগিতার ফিউচার ইনোভেটর্স সিনিয়র ক্যাটাগরিতে জয়ী হয় তিন সদস্যের “ইনক্রেভো” দল এবং দুই সদস্যের “অডিসি এক্স” দল।

আর ফিউচার ইনোভেটর্স ইলিমেন্টারি ক্যাটাগরিতে বিজয়ী হয় তন সদস্যের “নেবুলা” দল। এছাড়াও ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে জয়ী হয় তিন সদস্যের “ইনফিনিটি” দল। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদের হাতে পদক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, বিজয়ী দলগুলোসহ মোট ১৪টি দল আগামী সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্বের বিজয়ীরা আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও)-এর চূড়ান্ত আসরে অংশ নেবে। গত ২০২০ সাল থেকে বাংলাদেশ নিয়মিতভাবে এ আসরে অংশগ্রহণ করছে এবং প্রতিবছরই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।

দেশজুড়ে আট বিভাগে শিক্ষার্থীদের রোবোটিক্স ও অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করতে বিভিন্ন অ্যাক্টিভেশন কর্মশালাও চলছে। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ পর্বের আয়োজক ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের বিভাগীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সৈয়দপুরে বাউস্টে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ প্রতিযোগিতার রংপুর-বগুড়া-রাজশাহী আঞ্চলিক পর্ব সম্পন্ন

প্রকাশিত ০৯:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে (বাউস্ট) ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) প্রতিযোগিতার রংপুর-বগুড়া-রাজশাহী আঞ্চলিক পর্বটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী প্রতিযোগিতায় রংপুর, বগুড়া ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের ১৯টি দলের ৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) এর কেন্দ্রীয় আয়োজক কমিটির কার্যনির্বাহী সদস্য ও রংপুর-বগুড়া-রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং বাউস্টের সিএসই বিভাগের অধ্যাপক ড. এস. এম. জাহাঙ্গীর আলম প্রতিযোগিতার আঞ্চলিক পর্বটি পরিচালনা করেন।

এ সময় বাউস্টের এমই ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরী, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ফ্যাকাল্টির ডীন অধ্যাপক মো. জহুরুল ইসলামসহ প্রমুখ শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাগণ।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শওকত আলী, প্রভাষক মো. খালিদ সাইফুল্লাহ, প্রভাষক অনিত হালিম সাগর, প্রভাষক সাদ আহমেদ ও প্রভাষক এ কে জেড রাসেল রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও বিচারক প্যানেলে আরো ছিলেন ডব্লিউআরওবিডি এর কেন্দ্রীয় আয়োজক কমিটির কার্যনির্বাহী সদস্যবৃন্দ জাহিদুল ইসলাম নেহাল, ইবনে সিনা এবং অরণ্য।

বাউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি এই আঞ্চলিক প্রতিযোগিতা পর্বটি সফলভাবে সম্পন্ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিযোগিতার সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (এলপিআর) এবং পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন (অবঃ)।

রোবোটিক্সের রোবো মিশন, ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স এবং রোবো স্পোর্টস এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী প্রতিটি দলকেই জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, যা তরুণ উদ্ভাবকদের জন্য ছিল বড় ধরনের অনুপ্রেরণা। প্রতিযোগিতার ফিউচার ইনোভেটর্স সিনিয়র ক্যাটাগরিতে জয়ী হয় তিন সদস্যের “ইনক্রেভো” দল এবং দুই সদস্যের “অডিসি এক্স” দল।

আর ফিউচার ইনোভেটর্স ইলিমেন্টারি ক্যাটাগরিতে বিজয়ী হয় তন সদস্যের “নেবুলা” দল। এছাড়াও ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে জয়ী হয় তিন সদস্যের “ইনফিনিটি” দল। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদের হাতে পদক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, বিজয়ী দলগুলোসহ মোট ১৪টি দল আগামী সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্বের বিজয়ীরা আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও)-এর চূড়ান্ত আসরে অংশ নেবে। গত ২০২০ সাল থেকে বাংলাদেশ নিয়মিতভাবে এ আসরে অংশগ্রহণ করছে এবং প্রতিবছরই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।

দেশজুড়ে আট বিভাগে শিক্ষার্থীদের রোবোটিক্স ও অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করতে বিভিন্ন অ্যাক্টিভেশন কর্মশালাও চলছে। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ পর্বের আয়োজক ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।