০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

নীলফামারীতে মাইক্রোবাস থেকে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার

নীলফামারীর চৌরঙ্গী মোড়ে সেনাবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা একজনকে আটক করে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতরে বিশেষ কায়দায় লুকানো অতিরিক্ত চাকার ভিতর থেকে ১৪৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

আটক ব্যক্তি পঞ্চগড় ধাক্কা মারা এলাকার আবদুল বারেকর ছেলে আমিরুল ইসলাম। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়।

নীলফামারী সদর থানার উপ পরিদর্শক রেজাউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

নীলফামারীতে মাইক্রোবাস থেকে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত ১২:১২:০২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

নীলফামারীর চৌরঙ্গী মোড়ে সেনাবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা একজনকে আটক করে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতরে বিশেষ কায়দায় লুকানো অতিরিক্ত চাকার ভিতর থেকে ১৪৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

আটক ব্যক্তি পঞ্চগড় ধাক্কা মারা এলাকার আবদুল বারেকর ছেলে আমিরুল ইসলাম। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়।

নীলফামারী সদর থানার উপ পরিদর্শক রেজাউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।