এই প্রথম পোস্টার ছাড়াই নীলফামারীর চারটি আসনে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ইসির নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে ২৭ জন প্রার্থী কাগুজের পোষ্টার ছাড়াই প্রচার প্রচারণা শুরু করেন।
দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে জেলার চারটি আসনের ২৭ জন প্রতিদ্বন্দ্বী তাদের সমর্থনের লোকজন নিয়ে মিছিলের শো ডাউনে প্রচার প্রচারনায় সরগম করে তোলে। বিশেষ করে দেখা যায় বিএনপি ও বিএনপি জোট, জামায়াত ও জামায়াতের ১০ দলীয়জোট এবং জাতীয় পার্টির প্রার্থীদের প্রচারনায় সমর্থকদের সংখ্যা ছিল অসংখ্য।
সকাল ১১টায় নীলফামারী ২ সদর আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হয়। জেলা শহরের ডিসির মোড় থেকে একটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীর রুবেল চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা দেন নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। মিছিলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
অপর দিকে বিকালে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আল ফারুক আব্দুল লতিফের সমর্থনে এক বিশাল প্রচারনার মিছিল শহরে বের করা হয়। সেখানে জেলা উপজেলা জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।
একই ভাবে নীলফামারী-১ আসনে জাায়াতের প্রার্থী জেলা আমির মওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তারের পক্ষে ওই আসনের ডোমার ও ডিমলায় বিশাল মিছিলের শো ডাউনে প্রচারনা শুরু হয়। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মেজর (অব.) তছলিম উদ্দিনও পিছিয়ে ছিলেন না। তারও সমর্থনে মিছিলে মাধ্যমে প্রচারনা করতে দেখা যায়। তবে এই আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দি (খেজুরগাছ) তার কর্মী বাহিনী দিয়ে প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় লিফলেট বিতরনের মাধ্যমে প্রচারনা শুরু করেন।
একইভাবে দেখা যায় নীলফামারী ৩ আসনে বিএনপির সৈয়দ আলী (ধানের শীষ), জামায়াতের মাওলানা ওবায়দুল্লাহ সালাফী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির রোহান চৌধুরী(লাঙ্গল) প্রার্থীর পক্ষে মিছিলের বড় শো ডাউন দিতে।
একই অবস্থা ছিল নীলফামারী ৪ আসনে । এখানে বিএনপির মো. আব্দুল গফুর সরকার (ধানের শীষ), জামায়াতের আব্দুল মুনতাকিম (দাঁড়িপাল্লা), জাতীয়পার্টির মো. সিদ্দিকুল আলম (লাঙ্গল) প্রচারনা তুঙ্গে ছিল।
বলতে গেলে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী ওস্বতন্ত্রপ্রার্থীরা মাইকযোগে প্রচারনা ও লিফলেট বিতরন করতে।

























