নীলফামারীর পল্লীতে দেলোয়ারা বেগম ওরফে দুলালী (৬৫) নামের এক বিধবা বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিনদুপুরে কে বা কারা গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ওই বৃদ্ধার বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারনা করা হচ্ছে।
শুক্রবার (৯ জানশংস এই হত্যার ঘটনাটি ঘটেছে জেলা কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের কালিরধান এলাকায়। নিহত দেলোয়ারা বেগম ওরফে দুলালী ওই এলাকার মৃত জমসের আলীর স্ত্রী বলে এলাকাবাসী জানায়।
গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী বলেন, এক বৃদ্ধাকে তার নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা ঘটনাস্থলে ছুটে যাই। তিনি এলাকাবাসীর বরাত দিয়ে আর জানান, ওই বিধবার দুই ছেলে মেয়ে। তারা কেউ বাড়িতে থাকে না। বিধবা স্বামী মারা যাবার পর তিনি স্বামীর বাড়িতে একাই থাকতেন।
ঘটনার দিন সকালে ওইে বৃদ্ধা তার মেয়ে জামাইয়ের বাড়ি থেকে নিজবাড়িতে আসেন। বেলা ১২ টার দিকে গ্রামের অদুরে ওই বৃদ্ধার মামাতো ভাইয়ের বাড়ি থেকে দুপুরের খাওয়া খেয়ে পুনরায় নিজ বাড়ি ফিরে আসেন। দুপুরে জুম্মার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে ফিরার পথে ওই বৃদ্ধার বাড়ির সদর দরজা খোলা দেখে বৃদ্ধাকে ডাকতে থাকেন প্রতিবেশীরা। এসময় মুসল্লিরা বৃদ্ধার মরদেহ বাড়ির আঙিনায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
গ্রামের বাসিন্দা শরিফুল আলী জানান, দুলালী বেগম খুব ভালো মনের মানুষ ছিলেন। কারো সাথে ঝগড়া বিবাদ করতে না। সকালের সাথে হাসিখুশি ভাবে কথা বলতেন। আমরা তার হত্যার দ্রুত বিচার চাই।
এবিষয়ে কিশোরীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর-কিশোরীগঞ্জ সার্কেল) আমি, ওসি তদন্ত সহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করি। রংপুর থেকে পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিমও এসে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠানোর ব্যবস্থা করি।
ওসি আর বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে আমরা তদন্ত করছি এবং দোষীদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি।

























