শীতার্থ ছিন্নমুল মানুষদের পাশে দাঁড়িয়েছে নীলফামারী জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে জেলা শহরের বাসটার্মিনাল ও রেলস্টেশনে রাত যাপন করা মানুষদের শীত নিবারণে দেয়া হয়েছে একটি করে কম্বল।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মধ্যরাতে রেলস্টেশনের প্লাটফর্মে ও বাসটার্মিনালে শুয়ে থাকা মানুষদের গায়ে কম্বল মুড়িয়ে দেন।
এ সময় উপস্থিত চিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুঁইয়া ও সহকারী কমিশনার রায়হান।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, যাদের থাকার ঘর বাড়ী নেই, কনকনে শীতে কষ্ট পাচ্ছেন, এমন অসহায় ছিন্নমুল মানুষদের পাশে দাঁড়াতে আমরা কম্বল বিতরণের উদ্যোগ নেই। ওইদিন রাতেই প্রায় এক’শ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতার্তদের জন্য এ রকম উদ্যোগ চলমান থাকবে বলে জানান ডিসি।
উল্লেখ্য, নীলফামারী জেলার ছয় উপজেলার শীতার্তদের জন্য ৩৬লাখ টাকা বরাদ্দ এবং প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৭হাজার ৫’শ কম্বল এসেছে বিতরণের জন্য।

























