১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

নীলফামারীতে হাদীর হত্যাকারীর বিচারের দাবিতে বিভিন্ন দলের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদী হত্যাকারীদের বিচারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদি জনতা, জামায়াত ও ইসলামি আন্দোলন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর জেলা শহরের বড় বাজার জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। এতে বক্তব্য রাখেন, ছাত্র ও তৌহিদি জনতার প্রতিনিধি মনির হোসেন, রাজু, মাওলানা আব্দুল হান্নান, মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার নিশ্চিত করা না হলে জুলাই গণ অভ্যুত্থানের মত আরও একটি গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে জেলা জাতীয় নাগরিক পার্টি একই কর্মসূচি পালন করেন।

অপরদিকে, নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ বলেছেন, শেখ হাসিনা আর কোনদিন এদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবেন না। যদিও আসেন আপনার দেহটাকে ফাঁসিকাষ্টে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হবে।

একই দিন নীলফামারী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাযার পুর্বে সংক্ষিপ্ত সভায় একথা বলেন তিনি। ভারত ফ্যাসিস্ট হাসিনার দোসর। ভারতের আধিপত্যবাদ ও মোড়লীপনা যতদিন শেষ হবে না ততদিন হাদিরা রাজপথে থাকবে। এক হাদি শহিদ হলেও লাখো হাদি লড়াই করেই যাবে।

সদর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী আহমেদ রায়হান, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম ও সেক্রেটারী সেলিম উদ্দিন বক্তব্য দেন। জানাযা নামাজ পরিচালনা করেন ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম।

এদিকে, গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সহযোগী সংগঠন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মৌলভি ইয়াসিন আলী। বক্তব্য দেন সেক্রেটারী মাওলানা আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা সেক্রেটারী সগির আলম প্রমুখ।

এদিকে, গণঅধিকার পরিষদের সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে উদার ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন।

সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবী করা হয়। ২৪ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান গণঅধিকার পরিষদের নেতারা।

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে জাপার এমপি প্রার্থীর নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে মাথা ফাটলো শিশুর, আহত আরও ২ নারী

নীলফামারীতে হাদীর হত্যাকারীর বিচারের দাবিতে বিভিন্ন দলের বিক্ষোভ

প্রকাশিত ১১:৫৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদী হত্যাকারীদের বিচারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদি জনতা, জামায়াত ও ইসলামি আন্দোলন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর জেলা শহরের বড় বাজার জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। এতে বক্তব্য রাখেন, ছাত্র ও তৌহিদি জনতার প্রতিনিধি মনির হোসেন, রাজু, মাওলানা আব্দুল হান্নান, মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার নিশ্চিত করা না হলে জুলাই গণ অভ্যুত্থানের মত আরও একটি গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে জেলা জাতীয় নাগরিক পার্টি একই কর্মসূচি পালন করেন।

অপরদিকে, নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ বলেছেন, শেখ হাসিনা আর কোনদিন এদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবেন না। যদিও আসেন আপনার দেহটাকে ফাঁসিকাষ্টে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হবে।

একই দিন নীলফামারী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাযার পুর্বে সংক্ষিপ্ত সভায় একথা বলেন তিনি। ভারত ফ্যাসিস্ট হাসিনার দোসর। ভারতের আধিপত্যবাদ ও মোড়লীপনা যতদিন শেষ হবে না ততদিন হাদিরা রাজপথে থাকবে। এক হাদি শহিদ হলেও লাখো হাদি লড়াই করেই যাবে।

সদর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী আহমেদ রায়হান, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম ও সেক্রেটারী সেলিম উদ্দিন বক্তব্য দেন। জানাযা নামাজ পরিচালনা করেন ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম।

এদিকে, গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সহযোগী সংগঠন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মৌলভি ইয়াসিন আলী। বক্তব্য দেন সেক্রেটারী মাওলানা আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা সেক্রেটারী সগির আলম প্রমুখ।

এদিকে, গণঅধিকার পরিষদের সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে উদার ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন।

সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবী করা হয়। ২৪ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান গণঅধিকার পরিষদের নেতারা।