নীলফামারী উত্তরা ইপিজেডের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকেরা। রবিবার(২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নীলফামারী উত্তরা ইপিজেডের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (উত্তরবঙ্গ) নির্বাহী পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।
মানববন্ধন চলাকালিন সময় বক্তব্য রাখেন উক্ত কোম্পানীর শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল মন্ডল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন, রুবেল রানা, আব্দুর রহমান, সুজন ইসলাম সহ অনেকে।
এসময় তারা বলেন, আমাদের এই কারখানা শুধুমাত্র একটি কর্মস্থল নয়, এটি আমাদের জীবিকা, আমাদের পরিবারের স্বপ্ন আর ভবিষ্যতের ভরসাস্থল। কারখানার শান্তি, স্থিতিশীলতা আর সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখার দায়িত্ব আমাদেরই। কিন্তু কিছু ব্যক্তি বা গোষ্ঠি ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমাদের উচিৎ, আমাদের নিজেদের ও পরিবারের স্বার্থে, কারও উস্কানীর ফাঁদে পা না দেয়া।”
তারা আরও বলেন, “আমরা আর কোন বিশঙ্খলা চাইনা, চাই না আর কোন আন্দোলন। আমরা আমাদের কর্মস্থল চাই। ইপিজেড চললে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে পরিবার বাঁচবে।” ‘আন্দোলন হটাও, ইপিজেড বাঁচাও’।
প্রসঙ্গত, ২৬ দফা দাবি নিয়ে গত ১৬ নভেম্বর থেকে আন্দোলন শুরু করেছিল সনিক ফ্যাক্টরীর শ্রমিকরা। ১৭ নভেম্বর মালিকপক্ষ তাদের দাবি মেনে নিলেও কয়েকজন এতে অসন্তুষ্ট হয়। ফলে ১৮ নভেম্বর সনিক বাংলাদেশ লিমিটেডের শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘অকারণে শ্রমিক ছাঁটাই ও ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালসহ নানা দাবিতে’ কর্মবিরতি পালন করেছিলেন। কাজে যোগদান না করার কারণে ও উৎপাদনে ঘাটতি হওয়ায় সেদিন কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কো¤পানি বন্ধের নোটিশ জারি করেন।


















