নীলফামারীতে ১৮৮ ভারতীয় মাদক ফেনসিডিল সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ সিপিসি-২। শনিবার(৮ নভেম্বর) দুপুরে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এতে জানানো হয়, শুক্রবার(৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী র্যাবের উপসহকারী পরিচালক আব্দুস ছামাদ শেখের নেতৃত্বে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের পিলারের বাজারস্থ রাফি অটো রাইস মিলের সামনে চেকপোস্ট পরিচালনার করা হয়। এসময় সৈয়দপুরগামী একটি অটোরিক্সা তল্লাশি করে যাত্রীর সিটের নিচে প্লাস্টিকের বস্তার ভিতরে একশত অট্টআশি বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় অটোরিক্সা চালক জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ি (শান্তিনগর) গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মনছুর আলী(৩৮) ও একই উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর মাঝিয়ালী গ্রামের মৃত নুরুল হকের ছেলে ফজলুল হককে(৬৫) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রাতে করে কৌশনে ফেনসিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নীলফামারী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আর সাঈদ জানান, শনিবার দুপুরে তাদের আদালতের মধ্যেমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
























