১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালক ফূটবলে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ ও বালিকা ফুটবলে কাঞ্চন পাড়া ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন 

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে তিন দিনব্যাপী জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে ৫২তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে উপজেলার চ্যাম্পিয়ন বালক-বালিকা দল ও একক ভাবে চ্যাম্পিয়ন বালক-বালিকা খেলোয়াড় জেলা পর্যায়ে এসে চূড়ান্ত বিজয় অর্জন  করে আঞ্চলিক পর্যায়ে যাওয়ার  জায়গা করেন তারা।

আজ বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান  বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সহকারী জেলা শিক্ষা অফিসার(চলতি দায়িত্ব) মূহাম্মাদ আব্দুল ওয়াদুদ, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরল আমিন শাহ, কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগন।

সমাপনী খেলায় বিকেলে বালক ফূটবলে সৈয়দপুর উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজ ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ সদর উপজেলা দলকে ট্রাইবেকারে হারিয়ে আঞ্চলিক পর্যায়ে খেলার গৌরব অর্জন করে। অপর দিকে বালিকা ফুটবলে সৈয়দপুর উপজেলার আইসঢাল খিয়ার পাড়া আলীম এন্ড ভোকেশনাল মাদ্রাসা কে দুই শূন্য গোল ব্যবধানে হারিয়ে সদর উপজেলার কাঞ্চন পাড়া ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয় আঞ্চলিক পর্যায়ে খেলার গৌরব অর্জন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রত্যেক বিজিত ও পরাজিত দল এবং খেলোয়াড়দের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশ নেয়ার জন্য তাদের অভিনন্দন জানান।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় পক্ষে আন্দোলনে লম্বা ছুটিতে সাবরেজিস্টার, ভোগান্তিতে জমি দাতা ও গ্রহীতারা

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালক ফূটবলে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ ও বালিকা ফুটবলে কাঞ্চন পাড়া ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন 

প্রকাশিত ০৯:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে তিন দিনব্যাপী জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে ৫২তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে উপজেলার চ্যাম্পিয়ন বালক-বালিকা দল ও একক ভাবে চ্যাম্পিয়ন বালক-বালিকা খেলোয়াড় জেলা পর্যায়ে এসে চূড়ান্ত বিজয় অর্জন  করে আঞ্চলিক পর্যায়ে যাওয়ার  জায়গা করেন তারা।

আজ বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান  বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সহকারী জেলা শিক্ষা অফিসার(চলতি দায়িত্ব) মূহাম্মাদ আব্দুল ওয়াদুদ, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরল আমিন শাহ, কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগন।

সমাপনী খেলায় বিকেলে বালক ফূটবলে সৈয়দপুর উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজ ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ সদর উপজেলা দলকে ট্রাইবেকারে হারিয়ে আঞ্চলিক পর্যায়ে খেলার গৌরব অর্জন করে। অপর দিকে বালিকা ফুটবলে সৈয়দপুর উপজেলার আইসঢাল খিয়ার পাড়া আলীম এন্ড ভোকেশনাল মাদ্রাসা কে দুই শূন্য গোল ব্যবধানে হারিয়ে সদর উপজেলার কাঞ্চন পাড়া ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয় আঞ্চলিক পর্যায়ে খেলার গৌরব অর্জন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রত্যেক বিজিত ও পরাজিত দল এবং খেলোয়াড়দের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশ নেয়ার জন্য তাদের অভিনন্দন জানান।