আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদ এর ভিত্তিতে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক জাতীয় নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে পৃথকভাবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা।
রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা জামায়াতের কার্যালয় থেকে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, জেলা কর্মপরিষদের অন্যান্য সদস্য, ছয় উপজেলার আমীর ও সেক্রেটারিসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর ২টার দিকে জুলাই জাতীয় সনদ ঘোষনা ও এর আইনি ভিত্তি প্রদানসহ ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখা।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী, সেক্রেটারী সারোয়ারুল আলম বাবু,সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারী হাফেজ শহিদার রহমান, জেলা ছাত্র মজলিসের সভাপতি মুজাহিদুল ইসলাম.ডিমলা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আবু বক্কর সিদ্দিক আনসারী,জলঢাকা শাখার সভাপতি মাওলানা মনসের আলী প্রমূখ।
এসময় উভয়ের সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র রূপে গড়ার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলসমূহ দাবি জানিয়ে আসছে। এসব দাবি বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামীর জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে, যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে।


















