টাইফয়েড প্রতিরোধে আসন্ন জাতীয় টিকাদান কার্যক্রমকে সফল করতে নীলফামারীতে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা শহরের পুরাতন হাসপাতাল প্রাঙ্গণে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা উপজেলা শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় বক্তারা বলেন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা টিকাদান কার্যক্রমকে আরও সফল ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে। তারা সাংবাদিকদের সংবাদ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে পাশে থাকার আহ্বান জানান।
সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আতিউর রহমান এবং এসআইএমও (WHO) ডা. মিজানুর রহমান প্রমুখ।
কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে নীলফামারীসহ সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু, কিশোর ও কিশোরীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।


















