১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

নীলফামারীতে টাইফয়েড টিকাদান কর্মশালা

টাইফয়েড প্রতিরোধে আসন্ন জাতীয় টিকাদান কার্যক্রমকে সফল করতে নীলফামারীতে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা শহরের পুরাতন হাসপাতাল প্রাঙ্গণে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা উপজেলা শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় বক্তারা বলেন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা টিকাদান কার্যক্রমকে আরও সফল ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে। তারা সাংবাদিকদের সংবাদ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে পাশে থাকার আহ্বান জানান।

সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আতিউর রহমান এবং এসআইএমও (WHO) ডা. মিজানুর রহমান প্রমুখ।

কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে নীলফামারীসহ সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু, কিশোর ও কিশোরীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

নীলফামারীতে টাইফয়েড টিকাদান কর্মশালা

প্রকাশিত ০৮:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

টাইফয়েড প্রতিরোধে আসন্ন জাতীয় টিকাদান কার্যক্রমকে সফল করতে নীলফামারীতে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা শহরের পুরাতন হাসপাতাল প্রাঙ্গণে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা উপজেলা শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় বক্তারা বলেন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা টিকাদান কার্যক্রমকে আরও সফল ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে। তারা সাংবাদিকদের সংবাদ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে পাশে থাকার আহ্বান জানান।

সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আতিউর রহমান এবং এসআইএমও (WHO) ডা. মিজানুর রহমান প্রমুখ।

কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে নীলফামারীসহ সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু, কিশোর ও কিশোরীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।