০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত

নীলফামারীতে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে। কর্মসুচির অংশ হিসেবে রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সারে ১১টার দিকে জেলার ডোমার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ডোমার উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

‘আমাদের নদী, আমাদের জীবন’ শ্লোগানে রিভারাইন পিপল নীলফামারী জেলার আয়োজনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলার) সহযোগিতায় এসব কর্মসুচি পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। তিনি নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলো কীভাবে চেনা যাবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ।

সভাপতিত্ব করেন নীলফামারী জেলার রিভারাইন পিপলের সমন্বয়ক আবদুল ওয়াদুদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদ। এসময় সমাজ উন্নয়ন কর্মী মো. মশিউর রহমান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ইবনে সাঈদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শালকী, দেওনাই, বুড়িখোড়া, কুমলাইসহ কয়েকটি নদীর সংগঠকগণ।

উল্লেখ যে, বিশ্ব নদী দিবস প্রতি বছর সেপ্টেম্বরের শেষ রবিবার পালিত হয়। এই দিবসটি নদী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে এবং বিশ্বব্যাপী নদী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি তত্তাবধায়কত্বকে উৎসাহিত করার জন্য আয়োজন করা হয়।

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের বিভাগীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত

প্রকাশিত ০৮:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারীতে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে। কর্মসুচির অংশ হিসেবে রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সারে ১১টার দিকে জেলার ডোমার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ডোমার উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

‘আমাদের নদী, আমাদের জীবন’ শ্লোগানে রিভারাইন পিপল নীলফামারী জেলার আয়োজনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলার) সহযোগিতায় এসব কর্মসুচি পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। তিনি নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলো কীভাবে চেনা যাবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ।

সভাপতিত্ব করেন নীলফামারী জেলার রিভারাইন পিপলের সমন্বয়ক আবদুল ওয়াদুদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদ। এসময় সমাজ উন্নয়ন কর্মী মো. মশিউর রহমান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ইবনে সাঈদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শালকী, দেওনাই, বুড়িখোড়া, কুমলাইসহ কয়েকটি নদীর সংগঠকগণ।

উল্লেখ যে, বিশ্ব নদী দিবস প্রতি বছর সেপ্টেম্বরের শেষ রবিবার পালিত হয়। এই দিবসটি নদী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে এবং বিশ্বব্যাপী নদী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি তত্তাবধায়কত্বকে উৎসাহিত করার জন্য আয়োজন করা হয়।