কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পাঁচ দফা দাবী বাস্তবায়নের দাবীতে নীলফামারীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) সকাল থেকে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও জেলা শিক্ষা অফিসের মূল ফটকে দাবি সম্বলিত ব্যানার ঝুলিয়ে বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) নীলফামারী জেলার শাখার প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে স্মারকলিপি তুলে দেন জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার ওয়াদুদ রহমান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী রায়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আনোয়ারুজ্জামান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আখতারুজ্জামান ও রেজওয়ানুল কবির রিজু সহ শিক্ষক প্রতিনিধিগন।
তাদের সমূহ হলো স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪(চার) স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন, অনতিবিলম্বে আঞ্চলিক উপ-পরিচালক এর প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, আপিল বিভাগের রায়ের আলোকে দ্রুত বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মন্জূরী আদেশ প্রদান ও বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি প্রদান ও পদায়ন।




















