নীলফামারীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতাউর রহমান, নীলফামারী শহর জামায়াতের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইয়াসিন আলী ও শহিদ সাজ্জাদের মা সাহিদা বেগম।
জুলাইয়ের স্মৃতি চারণ করতে গিয়ে শহিদ সাজ্জাদের মা সাহিদা বেগম আবেগাপ্লুত হয়ে জানান, আর যেন কোন মায়ের বুক খালি না হয়। আর যেন কোন মা সন্তান হারা না হন।
আমার সন্তান হত্যাকারী শেখ হাসিনার বিচার হতে হবে, যাতে দৃষ্টান্ত হয়ে থাকে। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থ্যতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোজাজাত পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা এমদাদুল হক।


















