নীলফামারী জেলা সদরের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে জেলা পরিষদ হলরুমে জেলা শিক্ষা অফিস ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম, এসইডিপি এর শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাইফুল ইসলাম ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,টি,এম নূরল আমীন শাহ্।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অভিভাবকগন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার গাজিউর রহমান । তথ্য অনুযায়ী জানা গেছে সদর উপজেলায় ২০২২ ও ২০২৩ এসএসসি/এইচএসসি/ সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জন করে ৩৯জন এর মধ্যে ২৭ শ্রেষ্ঠ শিক্ষার্থীকে ব্যাংক একাউন্টে পুরস্কার হিসেবে ২৫হাজার টাকা করে প্রদান এবং আজ সম্মাননা হিসেবে ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয় তাদের।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন আর্থিক অসচ্ছলতার অভাবে যেন কোন মেধাবীরা ঝরে না পড়ে। মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পুরনে সকল সহযোগীতা করা হবে।




















