১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

নীলফামারীতে ২০৭ বিদ্যালয়ের চার’শ শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

নীলফামারী সদর উপজেলার চার’শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে জেলা পরিষদের উদ্যোগে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্ব বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মন্ডল, জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার ২০৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চার’শ শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, একটি করে টিফিন বক্স ও একটি করে পানির পাত্র বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ছেলে মেয়ে বিভেদ নেই, চল সবাই স্কুলে যাই’ শ্লোগানে জেলার ছয় উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলার দুই হাজার ৪’শ শিক্ষার্থী এই সুবিধার আওতায় এসেছে।

আগামীতে স্কুল ড্রেস দেয়ারও পরিকল্পনা রয়েছে আমাদের। পরে সদর উপজেলার শিক্ষকদের নিয়ে ডিজিটাল রক্তদান প্লাটফর্ম ‘হিমোগ্লোবিন’ নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছে একটি স্কুল ব্যাগও কেনার সামর্থ নেই তার পরিবারের। এই অনুভব থেকে জেলা পরিষদ এই উদ্যোগ গ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় পক্ষে আন্দোলনে লম্বা ছুটিতে সাবরেজিস্টার, ভোগান্তিতে জমি দাতা ও গ্রহীতারা

নীলফামারীতে ২০৭ বিদ্যালয়ের চার’শ শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

প্রকাশিত ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

নীলফামারী সদর উপজেলার চার’শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে জেলা পরিষদের উদ্যোগে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্ব বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মন্ডল, জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার ২০৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চার’শ শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, একটি করে টিফিন বক্স ও একটি করে পানির পাত্র বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ছেলে মেয়ে বিভেদ নেই, চল সবাই স্কুলে যাই’ শ্লোগানে জেলার ছয় উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলার দুই হাজার ৪’শ শিক্ষার্থী এই সুবিধার আওতায় এসেছে।

আগামীতে স্কুল ড্রেস দেয়ারও পরিকল্পনা রয়েছে আমাদের। পরে সদর উপজেলার শিক্ষকদের নিয়ে ডিজিটাল রক্তদান প্লাটফর্ম ‘হিমোগ্লোবিন’ নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছে একটি স্কুল ব্যাগও কেনার সামর্থ নেই তার পরিবারের। এই অনুভব থেকে জেলা পরিষদ এই উদ্যোগ গ্রহণ করেন।