১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে

নীলফামারীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১ জুলাই) বেলা ১১টার দিকে জেলা শ্রমিকদলের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়।

দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে কটুক্তির প্রতিবাদ জানানো হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি নূরে আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুক্তার হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ।

বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে যা বিএনপি ও দেশের জনগণ কখনো মেনে নেবে না’। অবিলম্বে অপপ্রচার বন্ধ করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানানো হয় এসময়।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় পক্ষে আন্দোলনে লম্বা ছুটিতে সাবরেজিস্টার, ভোগান্তিতে জমি দাতা ও গ্রহীতারা

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে

নীলফামারীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত ০১:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১ জুলাই) বেলা ১১টার দিকে জেলা শ্রমিকদলের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়।

দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে কটুক্তির প্রতিবাদ জানানো হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি নূরে আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুক্তার হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ।

বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে যা বিএনপি ও দেশের জনগণ কখনো মেনে নেবে না’। অবিলম্বে অপপ্রচার বন্ধ করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানানো হয় এসময়।