নীলফামারীতে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতে ইসলামীর কর্মপষিদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী এডভোকেট আনিসুর রহমান আজাদ, ছাত্র প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ, নীলফামারী সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাসান আলী প্রমুখ।
বক্তারা নতুন বাংলাদেশ গঠনে জুলাইয়ের চেতনাকে লালন করার আহবান জানান।





















